ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ১০ রানে দিন শুরু বাংলাদেশ মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরের পথ ধরতে হয়েছে ওপেনার জাকির হাসানকে। খুররম শেহজাদের বলে মাত্র ১ রানে সাজঘরের পথ ধরতে হয় জাকিরকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। উইকেটে আছেন মুমিনুল হক।
এর আগে, রাওয়ালপিন্ডিতে প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৭৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ শিকার করেন ৫ উইকেট।
পরে শেষ বিকেলে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে স্কোরবোর্ডে ১০ রান জমা করে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৬৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ।
নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। খুররম তুলে নেন জাকির ও সাদমানকে। বড় ধাক্কা খায় বাংলাদেশ। হাল ধরতে ব্যর্থ হয়েছেন শান্ত। সাদমান ফেরার ওই ওভারেই সাজঘরের পথ ধরতে হয় শান্তকে।
ঊষার আলো-এসএ