UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮

usharalodesk
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: সিরিয়ার মধ্যাঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় দখলদার ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৭ জন।

রোববার রাতে দেশটির হামা প্রদেশের মাসিয়াফ শহরের আশপাশে এসব হামলা চালানো হয় বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে।

রোববারের হামলায় নিহত মানুষের সংখ্যা ২৬। হামলার লক্ষ্যবস্তু ছিল পাঁচটি। এর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্র ছিল। সেটি রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

এসওএইচআর আরো জানিয়েছে, নিহত ২৫ জনের মধ্যে ৫ জন বেসামরিক ব্যক্তি, ৪ জন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য এবং ১৩ জন ইরানপন্থী গোষ্ঠীর সদস্য রয়েছেন। অপর তিনটি লাশ শনাক্ত করা যায়নি।

রোববারের হামলা নিয়ে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইলের সেনাবাহিনী। তবে এ হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে সমালোচনা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই হামলা ‘অপরাধমূলক আক্রমণ’।

গত কয়েক বছরে সিরিয়ায় কয়েক শত হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরাইল। দেশটির দাবি, সিরিয়ায় অবস্থিত ইরানসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে। গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়ায় এসব হামলা বাড়িয়েছে ইসরাইল।

ঊষার আলো-এসএ