UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীদের অস্থায়ী শেড নির্মাণে বিএসএফের বাঁধা

ঊষার আলো
মে ১৬, ২০২১ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে পাসপোর্ট যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁধা দেয়ায় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন হিলির ব্যবসায়ীরা। রবিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে আমদানি-রফতানি বন্ধ করে দেন তারা। হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হিলি সীমান্ত এলাকা যেহেতু ঘনবসতিপূর্ণ, তাই এখানকার মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্ট যাত্রীদের জন্য একটি অস্থায়ী শেড নির্মাণ শুরু করা হয়। কিন্তু বিকেলে বিএসএফের পক্ষ থেকে হঠাৎ কাজে বাধা দেয়া হয়। তাদের চিঠি দিয়েও বার-বার আলোচনা করে সুরাহা না মেলায় আমাদের পক্ষ থেকে আমদানি-রফতানির সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে।

(ঊষার আলো-এমএনএস)