UsharAlo logo
রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

usharalodesk
অক্টোবর ৫, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ছাত্র জনতার ওপর হামলা এবং হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। তার নামে ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

ঊষার আলো-এসএ