ক্রীড়া ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। কারণ হিসেবে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার কথা বলেছেন এই তারকা ব্যাটার। বাবর অধিনায়কত্ব ছাড়লেও এখনও নতুন কাউকে বেছে নেয়নি পাকিস্তান। এ ব্যাপারেই এবার মুখ খুলেছেন বোর্ডপ্রধান মহসিন নকভি।
আসছে বছর ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে পাকিস্তান। যেখানে আবার দলটি বর্তমান চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে হতে যাওয়া এই আসরে সাফল্য পেতে মরিয়া পাকিস্তান। আর সেই সাফল্যের শুরুটা হতে পারে সঠিক ও যোগ্য অধিনায়ক নির্বাচনের মাধ্যমে। সেকারণেই অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়াটি ভেবেচিন্তে করতে চায় পিসিবি।
পিসিবিপ্রধান অধিনায়ক নির্বাচনের কাজের ভার দিয়েছেন নির্বাচক কমিটির ওপর। তবে এই কাজে তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি। পাকিস্তানের নতুন অধিনায়ক নিয়ে পিসিবিপ্রধান বলেন, ‘আমি তাদের সাবধানতার সাথে বিষয়টি বিবেচনা করার পরে সিদ্ধান্ত নিতে বলেছি। কারণ অধিনায়কের অবস্থান খুব গুরুত্বপূর্ণ।’
এদিকে বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছে বেশ কিছু নাম। তবে একটা বড় অংশের মতেই পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
ঊষার আলো-এসএ