পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী নাদাল আগামী মাসে স্পেনের মালাগায় অনুষ্ঠিত হতে যাওয়া ডেভিস কাপ ফাইনালে স্পেনের প্রতিনিধিত্ব করে ক্যারিয়ারের ইতি টানবেন।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন রাফায়েল নাদাল।
অবসর ঘোষণায় তিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে এসেছি, আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হলো, শেষ কয়েকটি বছর ছিল খুব কঠিন, বিশেষ করে গত দুই বছর।’
২০২৩ সালের বেশিরভাগ সময়ই নাদাল কোমরের চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন। যদিও তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৪ সাল হবে তার শেষ বছর। তবে এই চোটের কারণেই সিদ্ধান্তটি ত্বরান্বিত হয়েছে।
ক্যারিয়ারে রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতে ‘ক্লে কোর্টের রাজা’ খ্যাতি পান নাদাল। রোলাঁ গাঁরোতে তার রেকর্ড চোখ কপালে তোলার মতো। ১১৬ ম্যাচের মধ্যে তিনি জিতেছেন ১১২টিতেই।
ফ্রেঞ্চ ওপেন ছাড়াও নাদাল চারবার ইউএস ওপেন, দুইবার অস্ট্রেলিয়ান ওপেন এবং দুইবার উইম্বলডন শিরোপা জিতেছেন। এছাড়াও তিনি অলিম্পিকে একক ও দ্বৈত বিভাগে সোনা জিতেছেন এবং স্পেনকে পাঁচটি ডেভিস কাপ শিরোপা জিততে সাহায্য করেছেন, যার সর্বশেষটি ছিল ২০১৯ সালে।
ডেভিস কাপ ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করে নিজের ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়ে নাদাল বলেন, ‘আমি মনে করি, এটি আমার দীর্ঘ এবং কল্পনার চেয়েও বেশি সফল ক্যারিয়ারের উপযুক্ত সমাপ্তি। আমার দেশের প্রতিনিধিত্ব করে ডেভিস কাপের ফাইনাল খেলার মাধ্যমে আমার শেষ প্রতিযোগিতা হবে—এটি আমাকে অত্যন্ত রোমাঞ্চিত করছে।’