UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে দল পেলেন মাশরাফি, খেলবেন যাদের হয়ে

ঊষার আলো
অক্টোবর ১৪, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে আজ। যেখানে দল পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত দুই আসরের মতো আরও একবার নামবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৪০ লাখ টাকা পারিশ্রমিকে ক্যাটাগরি ‘বি’ থেকে তাকে নিয়েছে সিলেট।

আগে থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই লম্বা সময় ধরে। গত আসরে পুরোপুরি ফিট না থাকায় বিপিএল খেলার  আদর্শ অবস্থায় নেই বলে স্বীকার করেছিলেন ৪১ বছর বয়সি এই পেসার।

এরমধ্যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে মাশরাফির বিরুদ্ধে মামলাও হয়েছে।

ঊষার আলো-এসএ