UsharAlo logo
শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েটের আবাসিক হলে র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন

ঊষার আলো
অক্টোবর ১৭, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার। এক সদস্যের এই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী।

বুধবার (১৬ অক্টোবর) গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে র‍্যাগিংয়ের ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্রদান করবে। পাশাপাশি বুয়েটসহ বাংলাদেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন বা র‍্যাগিং বন্ধে সুপারিশও প্রদান করবে। তাছাড়া এ বিষয়ে যেকোনো আইনানুগ কার্যক্রমও সম্পাদন করতে পারবে এই কমিটি। আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়।

এতে আরও বলা হয়, জননিরাপত্তা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এটি অবলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ঊষার আলো-এসএ