UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের প্রতি সহযোগিতার হাত বাড়ান

usharalodesk
অক্টোবর ২০, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের মুজাহিদদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার  তুরস্কের ইস্তাম্বুলে ইয়ুথ ফোরামের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি হিসাবে এ আহ্বান জানান তিনি। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামের ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে, নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে জোর আওয়াজ তোলেন গোলাম পরওয়ার। গাজা ও ফিলিস্তিনের মজলুম, মুজাহিদদের সংগ্রামে বাংলাদেশের মানুষের একাÍতার কথা ঘোষণাও করেন তিনি। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সার্বিক সহযোগিতার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

সম্মেলনে যোগ দেন মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী, ফিলিস্তিন, তুরস্ক, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, জর্ডানসহ আফ্রিকা ও আরবের বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা।

বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আরও অংশ নেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ। সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের অর্ধশতাধিক মুসলিম দেশের প্রায় ৫শ প্রতিনিধি।

ঊষার আলো-এসএ