UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরফ-শিলায় ছেয়ে গেছে সৌদির মরুভূমি

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

প্রকৃতির যেনো অদ্ভুত এক রূপ দেখা যাচ্ছে সৌদি আরবে! কখনো ভারী বৃষ্টিপাত আবার কখনো শিলাবৃষ্টি-বজ্রঝড়! মরুভূমির দেশটিতে জলবায়ু পরিবর্তনের এক অনন্য নজির স্থাপিত হচ্ছে প্রতিনিয়ত।

দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট টানা বৃষ্টিপাতের ফলে সতর্কতা জারি করেছে। এতে নাগরিকদের সাবধানে থাকার উপদেশ দেওয়া হয়েছে। এদিকে দেশটির উত্তরাঞ্চলের আল জুফের এলাকা বরফের চাদরে ঢেকে গেছে।

গত শুক্রবার থেকে সেখানে বরফ পড়া শুরু হয়। অন্যদিকে উত্তর সীমান্ত অঞ্চলে শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। বিশেষ করে রাফা গভর্নরেট ও এর আশেপাশের এলাকাগুলোতে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে। তাছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক ও আল জাওফেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সাকাকা সিটি ও দুমাত আল জান্দালোতেও শিলাবৃষ্টি হচ্ছে। বসন্তের সময় এখানে নানা ধরনের ফুল ফোটে। তবে এখন এই জায়গাটিতে অস্বাভাবিক শীতের এক দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, গত বুধবার থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিতে আল জউফের বিভিন্ন অংশ বরফের মতো সাদা বর্ণ ধারণ করেছে।