UsharAlo logo
শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

usharalodesk
নভেম্বর ৫, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  নেত্রকোনার মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন-কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। তাদেরকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করেন। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর জানান, মাদক ও চোরাচালানের সংবাদ পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে আটক করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

মদন থানার ওসি ( তদন্ত) দেবাংশু কুমার দে জানান, এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। উপরে কথা হচ্ছে।  কি সিদ্ধান্ত হয় এ নিয়ে পড়ে জানানো হবে।

ঊষার আলো-এসএ