UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভরতের তৈরি করা করোনার টিকার ডোজ পাচ্ছে পাকিস্তান

ঊষার আলো
মার্চ ১০, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি) এর মাধ্যমে ভারতের তৈরি করা করোনার টিকার ৪৫ মিলিয়ন ডোজ পাচ্ছে । অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা তৈরি করেছে ভারতের সিরাম ইন্সটিটিউট।

চলতি মার্চ মাসে ভারত হতে টিকার প্রথম চালানটি পাকিস্তানে পৌঁছাবে।

প্রসঙ্গত, গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স বিশ্বের সব দেশ যাতে করে টিকা পায় সেই লক্ষে কাজ করছে।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সচিব আমির আশরফ খাজা বলেছেন, এ মাসেই ভারত হতে করোনা টিকার প্রথম চালান এসে পৌঁছাবে।

আপাতত চীনের দেওয়া টিকা দিয়ে ফ্রন্টলাইন কর্মী এবং বর্ষীয়ান নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে পাকিস্তানে।

(ঊষার আলো-এফএসপি)