UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেষ নির্বাচনী বক্তৃতায় কী বললেন ট্রাম্প?

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন আজ। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

ডোনাল্ড ট্রাম্প মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডসের মঞ্চে তার শেষ নির্বাচনি প্রচারণার সমাপনী বক্তৃতায় বলেছেন, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প তার বক্তৃতায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, তারা এখন চার বছর আগের চেয়ে ভালো অবস্থায় আছেন কি না। তার এই প্রশ্নের বিপরীতে র‍্যালিতে উপস্থিত জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন।

ট্রম্প বলেন বলেন, ‘আজ রাতে আপনাদের ও সকল আমেরিকানদের প্রতি আমার খুব সহজ বার্তা, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।’ এসময় প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির কমলা হ্যারিসকে আক্রমণ করতেও ছাড়েননি ট্রাম্প। তিনি হ্যারিসকে ‘একজন উগ্র বামপন্থী পাগল’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প তার সমর্থকদের বলেন যে তিনি আজকের নির্বাচনে জয়ী হবেন। তিনি আরও বলেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় বিজয় হবে।’