UsharAlo logo
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আনুশকার সঙ্গে সময় কাটিয়ে জন্মদিন পালন বিরাটের

usharalodesk
নভেম্বর ১০, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ৩৬ বছরে পা দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তার এই বিশেষ দিনে মোটেও উচ্ছ্বসিত ছিলেন তিনি। করেননি কোনো দৌড়ঝাঁপ কিংবা হইহুল্লোড়। গত ৫ নভেম্বর ছিল বিরাট কোহলির জন্মদিন। ৩৬ বছরে পা দিলেন ভারতীয় এ ক্রিকেটার। কিন্তু এই বিশেষ দিনে তিনি মোটেও কোনো দৌড়ঝাঁপ কিংবা হইহুল্লোড় করেননি। বরং বাড়িতে বসেই কাটিয়েছেন পুরো দিন। সঙ্গে ছিলেন কেবল স্ত্রী আনুশকা শর্মা এবং দুই সন্তান ভামিকা ও অকায়।

তার এই বিশেষ দিনে তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে। তবে উদযাপনে ছিলেন মাত্র তিনজন— তার স্ত্রী ও দুই সন্তান। এবারের জন্মদিন কীভাবে কাটালেন সে বিষয়ে গৌরব কাপুরকে বিরাট জানান, এটি তার সব থেকে বেশি চিল্ড আউট জন্মদিন ছিল। কারণ তিনি এবার কিছুই করেননি। কেবল পরিবারকে সময় দিয়েছেন মাত্র।

বিরাট বলেন, বয়স বাড়ল, বুড়ো হলাম জানি। কিন্তু বুদ্ধি বাড়ল কিনা জানি না। তবে এত বছরের মধ্যে এটা আমার সব থেকে চিল্ড আউট জন্মদিন ছিল। বাড়িতে আমার সঙ্গে খালি আনুশকা আর আমাদের দুই সন্তান ছিল। রিল্যাক্স করে আরামে কেটেছে দিনটা।

তবে নিজের জন্মদিন ঘরোয়াভাবে উদযাপন করলেও সম্প্রতি বিরাট ও আনুশকাকে তাদের বন্ধু অঙ্গদ বেদি এবং নেহা ধুপিয়ার ছেলের জন্মদিনের পার্টিতে শামিল হতে দেখা গেছে। আনুশকা একটি সাদা শার্ট ও জিন্স পরে এসেছিলেন। বিরাটের পরনে ছিল মেরুণ টিশার্ট ও জিন্স। সঙ্গে টুপিও পরেছিলেন তিনি।

উল্লেখ্য, বিরাট কোহলি ও আনুশকা শর্মা ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েন। ২০২১ সালে তাদের মেয়ে ভামিকার জন্ম হয়। এর পর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাদের পরিবার আরও বড় হয়। জন্ম হয় তাদের ছেলে অকায়ের। এদিকে আগামী ২২ নভেম্বর থেকে ভারতের হয়ে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাবেন বিরাট কোহলি। সম্প্রতি তার ব্যাট হাসছে না। এ নিয়ে সমালোচিত হচ্ছেন বর্ষীয়ান এই ব্যাটার।

ঊষার আলো-এসএ