বয়সের বাধাকে তুড়ি মেরে উড়িয়ে প্রায় চল্লিশ বছর বয়সে শীর্ষ পর্যায়ের ফুটবলে যা যা করে চলেছেন, সেটা স্রেফ অবিশ্বাস্য বললে কমই বলা হবে। ক্রিস্তিয়ানো রোনালদো যেন ক্যারিয়ারের সায়াহ্নে এসে আরও বেশি নিজেকে প্রমাণের তাগিদ অনুভব করছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দলে অধিনায়কত্ব করার পাশাপাশি দলের সবচেয়ে বড় তারকাও তিনি।
আপাতত তাই অবসর নিয়ে চিন্তা করতে চান না ছেলেদের ফুটবলে ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার। রোনালদো বরং যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চান মনে আনন্দ নিয়ে।
২০২২ বিশ্বকাপ ও ইউরো ২০২৪ খারাপ যাওয়ায় অনেকেই পর্তুগাল দলে রোনালদোর শেষের শুরু দেখতে পাচ্ছিলেন। তবে হার না মানা সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে আছেন দারুণ ছন্দে। গত সেপ্টেম্বর থেকে ইউয়েফা নেশন্স লিগে পাঁচ ম্যাচে করেছেন পাঁচ গোল।
যার মধ্যে দুটি এসেছে শুক্রবার রাতে পোল্যান্ডের বিপক্ষে। ম্যাচে রোনালদো দ্বিতীয় গোলটি করেছেন দারুণ এক বাইসাইকেল কিক থেকে, যা বলে দেয়, এই বয়সেও তিনি কতোটা ফিট আছেন।
ওই গোলের পর পিঠে হাত দিয়ে বুড়ো মানুষদের মত হাঁটার ভঙ্গি করে মজাও করেছেন রোনালদো। আর ম্যাচে শেষে অবসর প্রশ্নে দিয়েছেন সোজাসাপ্টা উত্তর।
৩৯ বছর বয়সী রোনালদো পোল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটি করেন ‘পানেনকা’ পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩৫ গোল। জাতীয় দলের হয়ে এক ম্যাচে জোড়া গোল করার হিসেবে রোনালদো এখন সবচেয়ে বয়স্ক ফুটবলার। এই ম্যাচে নেতোকে দিয়ে একটি গোলও করান তিনি, যেখানে তার দল জেতে ৫-১ গোলে।
পেশাদার ফুটবলে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯১০। ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারের সামনে এখন ১ হাজার গোল করার হাতছানি। যেভাবে ছুটছেন, তাতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে গেলে এই লক্ষ্য অর্জন একেবারে অসম্ভব হবে না তার জন্য। তবে রোনালদো এসব নিয়ে খুব একটা চিন্তার করার পক্ষে নন।