UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুস নিয়ে কমিটি গঠন, বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

usharalodesk
নভেম্বর ১৮, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভাঙ্গুড়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বেড়েই চলেছে। জেলা বিএনপির কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। রোববার দুপুরে আয়োজিত এই ঝাড়ু মিছিলে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে ঘুস বাণিজ্য এবং নিজের অনুগত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ তোলা হয়। এসময় তারা সমর্থকদের পোস্টার ব্যানার পুড়িয়ে জুতাপেটা করে।

জানা যায়, ১৪ নভেম্বর জেলা বিএনপি ২১ সদস্য বিশিষ্ট ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। অভিযোগ রয়েছে, এই কমিটির অধিকাংশ সদস্য মাসুদ খন্দকারের ঘনিষ্ঠ এবং অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত। কমিটি ঘোষণার পর থেকেই উপজেলা বিএনপি বিভক্ত হয়ে পড়ে। কারণ হিসেবে জানা যায় তারা দলের ত্যাগী জেল জুলুমের শিকার নেতাদের বাদ দিয়ে কমিটি করেছেন। যার কারণে তারা রোববার দুপুরে মাসুদ খন্দকারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ব্যানার নিয়ে মিছিল করেন। ভাঙ্গুড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা বিএনপি পার্টি অফিসের সামনে এসে মাসুদ খন্দকারের ছবিতে ঝাড়ু ও জুতাপেটা করে। ক্ষুব্ধ নেতাকর্মীরা তার ছবিতে প্রস্রাব করে প্রতিবাদ জানান এবং কমিটি বাতিলের দাবি তোলেন।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা আবু সায়েম সরকার অভিযোগ করেন, ‘মাসুদ খন্দকার টাকা নিয়ে নিজের লোকদের দিয়ে কমিটি গঠন করেছেন। এই কমিটিতে ত্যাগী নেতাদের কোনো মূল্যায়ন করা হয়নি। এটি বাতিল হওয়া উচিত।’

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, বিক্ষোভকারীরা বিএনপির নয় তারা আওয়ামী লীগের দোসর। আর কমিটি করায় কোন অনিয়ম দুর্নীতি করা হয় নাই।

ঊষার আলো-এসএ