UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

usharalodesk
নভেম্বর ২৩, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মাদকের টাকা দিতে না পারায় কক্সবাজার শহরে নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। হত্যার পর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারী আনোয়ারা বেগম মেরী (৫৫) স্থানীয় বাসিন্দা নিয়াজ আহমেদের স্ত্রী। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) মাদকের জন্য প্রায়ই মাকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ‘ঘটনার পর অভিযুক্ত আবিদ থানায় এসে মাকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা এসআই সৌরভ জানান, ঘটনার সময় আবিদ ও তার মা ঘরে একাই ছিলেন। আবিদের বাবা নিয়াজ আহমেদ চট্টগ্রামে মেয়ের বাসায় চিকিৎসার জন্য অবস্থান করছিলেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ঊষার আলো-এসএ