বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তার বিদেশ গমনের বিষয়টি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ২৭ নভেম্বর, বুধবার দুপুর সোয়া ২টার দিকে তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন এবং ২টা ২২ মিনিটে সেখানে পৌঁছান। দূতাবাসে গিয়ে তিনি আমেরিকান ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেন।
বেগম খালেদা জিয়া আগামী ডিসেম্বর মাসে প্রথমে যুক্তরাজ্যে যাবেন, তারপর যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে যে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে মার্কিন ভিসা প্রক্রিয়া চলছে।
এদিকে, এই দিনই খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে তার আপিল মঞ্জুর হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
ঊষার আলো-এইচআর