UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোটর ট্রান্সপোর্ট অপারেটর নামকরণের দাবি চালকদের

usharalodesk
ডিসেম্বর ১, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে মোটর ট্রান্সপোর্ট অপারেটর (এমটিও) করাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি। শনিবার ইস্কাটনের সবজি বাগান এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। দাবি জানান সমিতির সদস্য সচিব মো. হুমায়ুন কবির।

এছাড়া সরকারি গাড়িচাকলদের অধিকাল ভাতার ঘণ্টা নিরূপণ করে হাইকোর্টের মতো করতে হবে, গাড়িচালকদের ঝুঁকিভাতা ও রেশন ব্যবস্থা চালু করতে হবে এবং আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী সব সরকারি গাড়িচালক শূন্য পদে অবিলম্বে নিয়োগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক ইসাহাক কবির বলেন, ২০১৫ সালে সরকার বৈষম্য রেখে জাতীয় ৮ম পে-স্কেল ঘোষণা করেছিল। কর্মকর্তারা এই পে-স্কেলে সুবিধাভোগী হয়েছেন। কিন্তু গাড়িচালকসহ কোনো কর্মচারী কোনো ধরনের সুবিধা পাননি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও বাড়িভাড়ার ঊর্ধ্বগতি থাকায় গাড়িচালকসহ সাধারণ কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। তাই পে-কমিশন গঠন করে নবম পে-স্কেলসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।

ঊষার আলো-এসএ