UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শোয়েবকে ছাড়িয়ে গেলেন সিরাজ!

usharalodesk
ডিসেম্বর ৭, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে মুখোমুখি তারা।  এই দিন-রাতের টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

যদিও এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটাররা একেবারেই নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। গোটা দল মাত্র ১৮০ রানেই অলআউট হয়ে যায়। অন্যদিকে, প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে। ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার পেসার মোহাম্মদ সিরাজ।

আসলে এই ম্যাচ চলাকালীন প্রযুক্তিগত ত্রুটি দেখতে পাওয়া গেল। আর সেকারণেই সিরাজের একটি ডেলিভারির গতিবেগ ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার দেখাচ্ছিল।

২৪ ওভারের শেষ বলে এই ত্রুটির শিকার হলেন সিরাজ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সিরাজকে নিয়ে একাধিক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও একবার জনপ্রিয় ‘ডিএসপি সিরাজ’ মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করেন।

আসলে সেটা প্রযুক্তিগত ভুল, সম্প্রচারকেরা এই ভুল দ্রুত সংশোধনও করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভুলের স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেরি হয়নি। সিরাজ বেশ জোরেই বোলিং করেন। তবে সেটা মোটেই ঘণ্টায় ১৫০ কিমি ছোঁয়ার মতো নয়, ১৪০ কিমির আশপাশেই বোলিং করেন, আর কোথায় ১৮১! মজা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ডিএসপি সিরাজকে স্পিডমিটারও ভয় পেয়েছে।’

বিশ্বের সবচেয়ে গতিময় পেসার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেটভক্তরা। অনেক সংবাদমাধ্যমও সেটিকে বিশ্বরেকর্ড বলে নিজেদের শিরোনাম বানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩ (১০০.২৩ মাইল) কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন।

ঊষার আলো-এসএ