UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌম্যর হুঙ্কার- ওয়েস্ট ইন্ডিজকে আরামসে হারাতে পারব

usharalodesk
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই হারের শোধ তোলার পালা বাংলাদেশের। আগামী ১৬ ডিসেম্বর সেই সিরিজে মাঠে নামার আগে স্বাগতিকদের হুঙ্কার দিয়েছেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার।

সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার ক্যারিবিয়ানদের হারানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী হলেও সৌম্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।’

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও সৌম্য সেখান থেকে নিতে চান ভালো কিছু। বলেন, ‘ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক।’

শেষ ওয়ানডেতে ৩২১ রান করেও হারতে হয়েছে বাংলাদেশকে। যার দায় বোলারদের। তবে টি-টোয়েন্টিতে বোলাররা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সৌম্য। বলেন, ‘আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’

ঊষার আলো-এসএ