UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নেতা আশুতোষ চাকমার ৩ দিনের রিমান্ড

usharalodesk
ডিসেম্বর ১৫, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খাগড়াছড়িতে ১৯ মামলায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিনের আমলী আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অ্যাডভোকেট আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশনের সভাপতি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আশুতোষ চাকমার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে শনিবার রাতে পৌর শহরের মধুপুরে অভিযান চালিয়ে বাসা থেকে আশুতোষ চাকমা গ্রেফতার করে খাগড়াছড়ি থানা পুলিশ।

ঊষার আলো-এসএ