UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অমিত শাহকে ভারতের ‘হনুমান’ আখ্যা দিলেন বরুণ

usharalodesk
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: রাজনীতির জগতে তিনি পেয়েছেন ‘চাণক্য’ তকমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেও তার ভূমিকাও কিছু কম নয়। এমনও দেখা গেছে, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব থেকেছেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন অমিত। যার জন্য এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভারতের ‘হনুমান’ আখ্যা দিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। শুনে বিগলিত স্বয়ং শাহও।

এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ, আপনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেন। অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।”

এই মুহূর্তের ভিডিও সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া দেন নেটিজেনরা। অবশ্য সমালোচকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে!

২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’। এই প্রথম ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে জোট বাঁধলেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিক গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সালমান খানেরও একটি ক্যামিয়ো রয়েছে এই ছবিতে।

ঊষার আলো-এসএ