নগরীর হাজি মহাসিন রোড এলাকায় সোহেল নামে এক রং মিস্ত্রিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ( ১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে গুলিবৃদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। সে নগরীর বাবু খান রোড এলাকার বাসিন্দা খালেক এর পুত্র।
পুলিশ জানায়, হাজি মহাসিন রোড এলাকায় সোহেল নামে এক রং মিস্ত্রিকে গুলি ও কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে সে মারা যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
ঊ/আ-এইচআর