ক্রীড়া ডেস্ক: ২০২২ সালে ১৮ ডিসেম্বর রাত। সে রাতটা আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের জন্য রূপকথা ছিল। ফুটবল বিশ্বকাপের মঞ্চে সেদিন ৩৬ বছরের অপেক্ষা ঘুচেছিল আলবিসেলেস্তেদের, আর ক্যারিয়ারের হন্যে হয়ে একটি বিশ্বকাপ ছুঁয়ে দেখা বাসনা লালন করা লিওনেল মেসি স্বর্গসুখ পেয়েছিলেন।
এদিকে রোসারিওর সান্তা ফে’র সন্তান মেসি জন্মভূমিতে তার নিজের জার্সি নিয়ে একটি জাদুঘর খুলেছেন, আর সেই জাদুঘরে স্থান পেয়েছে সেই জার্সিগুলোর, যেগুলো গায়ে চাপিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন। ২০২১ এবং ২০২৪ এর কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপে গায়ে চাপানো সবগুলো জার্সি নিয়ে খোলা এই জাদুঘরের ছবি মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।
জাদুঘরের কাচে ঘেরা দেয়ালে সারি সারি সাঁটিয়ে রাখা হয়েছে জার্সিগুলো। যেখানে সবার ওপরের সারিতে আছে ২০২১ এর কোপা আমেরিকার জার্সি। যে টুর্নামেন্ট জিতে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিলেন এই মহাতারকা। এটিই আলবিসেলেস্তেদের সিনিয়র দলের হয়ে তার প্রথম শিরোপা ছিল।
সেই টুর্নামেন্টে ৭ গোল করে মেসি সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। এরপর আরও দুই সারিতে আছে ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার জার্সি।
ঊষার আলো-এসএ