UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী পলাশ ও তার স্ত্রী আটক

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় নৌবাহিরী ও সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো: পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ(৩৪) কে আটক করেছেন। এ সময় তার স্ত্রী পারভিন সুলতানা তিতলীকে (২৮) আটক করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকা থেকে তাকে আটক করেন। অভিযানে পলাশের বাড়িতে তল্লাশী ৫টি ককটেল বোমা ও দুটি রামদা ও দুটি চাইনিজ কুড়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানা ওসি মো: শফিকুল ইসলাম বলেন, দুপুরে, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাম ও তার স্ত্রীকে যৌথবাহিনী একটি টিম আমাদের থানায় হস্তান্তর করেছেন। এর আগে রোববার সকালে আটকের বিষয়ে যৌথবাহিনী একটি প্রেসব্রিফিং করেছেন।

প্রেসবিফ্রিংয়ে উল্লেখ করা হয়, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো:পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলী (২৮) কে (সে সকল সত্রাসী কার্যকলাপে সক্রিয় সদস্য) আটক করা হয় । পরবর্তীতে, পলাশ এর দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল বোমা, ২টি রামদা, ০২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ৮ টি হত্যা, মাদক ও অস্ত্র মামলা চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর নিয়মিত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

ঊ/আ-এইচআর