UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজহারীকে নিয়ে স্ট্যাটাস দিলেন সাইফউদ্দিন

usharalodesk
জানুয়ারি ১২, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :  জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ২০২০ সালে দেশ ছাড়ার পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন। গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে।এরপর তিনি যশোরে মাহফিল করেন; সেখানে রেকর্ড সংখ্যাক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে যখন তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান তখন ফেসবুক আইডিতে লিখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

পরে আর দেশে ফেরেননি আজহারী। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারো মালয়েশিয়ায় যান। তিনি আবার দেশে ফিরে এসে ইসলামের বাণী প্রচার করছেন। এই ইসলামি স্কলার ধর্মীয় বাণী প্রচারের পাশাপাশি দেশের সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও কথা বলে থাকেন। সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও অনেক ভক্ত রয়েছে।

তেমনি একজন ভক্ত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলে। তিনি হলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানান সাইফ।

এই পেস বোলিং অলরাউন্ডার ড. মিজানুর রহমান আজহারী সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন।’

ঊষার আলো-এসএ