UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীত কবে থেকে বাড়বে , জানাল আবহাওয়া অফিস

usharalodesk
জানুয়ারি ১৪, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 ঊষার আলো রিপোর্ট :  শেষ হতে যাচ্ছে পৌষ মাস, আসছে মাঘ মাস। দেশের উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হঠাৎ বাড়ে গেছে তাপমাত্রা। তবে মাঘ মাসের প্রথম দিনেই ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) উত্তরের জনপদে তাপমাত্রা কমতে পারে। এছাড়া এ সময় রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে বুধবার মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা কমবে। তবে তীব্র শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই।

হাফিজুর রহমান জানান, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয়েছিল ফেনীতে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তা ২৯ দশমিক ১ ডিগ্রি। শীতের দিন অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা আসলে কিছুটা বেশিই বলা যায়। এছাড়া এখন দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ রয়েছে। মেঘ কেটে গেলেই বাড়বে শীত। তাই শীতের তীব্রতা বাড়ারও সম্ভাবনা রয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার পঞ্চগড়ের তাপমাত্রা কমেছে। এ দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষ।

ঊষার আলো-এসএ