UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমপিকে বিয়ে করছেন রিঙ্কু সিং, গুঞ্জন নাকি সত্যি

ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ঘুরছে খবরটি। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। গুঞ্জন উঠেছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেও ফেলেছেন হার্ডহিটার তারকা। এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

একাধিক সূত্রের বরাতে বিয়ের খবর নিশ্চিত করেছে ভারতের কয়েকটি প্রথমসারির গণমাধ্যম। জানা গেছে, প্রিয়ার বড় দুলাভাই আলিগড়ের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। তার সঙ্গেই রিঙ্কুর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে বিয়ে হয়নি।

শুক্রবার রাতে প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছেন ভিন্ন খরব। বিয়ের গুঞ্জন ও অভিনন্দনের ঢল যখন নামছে, তখন প্রিয়ার বাবা জানালেন, এই খবরের কোনো ভিত্তি নেই। পুরো খবরটাই ভুয়া। রিঙ্কুর বাড়ির লোকেরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন মাত্র। বাগদানের খবর সম্পূর্ণ জল্পনা।

২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই দলে আছেন রিঙ্কু। ইডেন থেকেই শুরু হবে নতুন বছরে তার ক্রিকেট অভিযান। তার আগেই রিঙ্কুকে নিয়ে শুরু নতুন জল্পনা।

হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে আজ ভারতের অন্যতম ক্রিকেটার বনে গেছেন রিঙ্কু। বাহাতি তারকা ব্যাটারকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকা খরচ করে রেখে দিয়েছে। রিঙ্কুর জীবনসঙ্গী হতে যাওয়া প্রিয়ার দুটি পরিচয়— রাজনৈতিক ও আইনজীবি। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। তবে এখন তিনি রাজনীতি নিয়েই ব্যস্ত।

ঊষার আলো-এসএ