UsharAlo logo
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে চারজনসহ সারা বিশ্বে কারাবন্দি ৩৬১ সাংবাদিক

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে চার সাংবাদিকসহ ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৩৬১ জন সাংবাদিক কারারুদ্ধ হয়েছেন। সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) ২০২৪ সালের জেল শুমারি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শুক্রবার সিপিজের ওয়েবসাইটে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কারারুদ্ধ সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছেন চীনে। সেখানে মোট ৫০ জনকে আটক করা হয়েছে। এর পরই ৪৩ জনকে আটকের মাধ্যমে পরের স্থানে রয়েছে ইসরাইল। ইসরাইলের আটক করা সব সাংবাদিকই ফিলিস্তিনি।

কারাবন্দি সাংবাদিকদের সংখ্যার ভিত্তিতে সিপিজের করা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪তম। এতে বলা হয়, অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর পরই তার সমর্থক হিসেবে পরিচিত কয়েক ডজন সাংবাদিক অপরাধ তদন্তের লক্ষ্যবস্তু হন। তিন কারাবন্দি সাংবাদিক নিয়ে প্রতিবেশী ভারত আছে ১৫তম স্থানে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে কারারুদ্ধ তিনজনের মধ্যে দুজন ২০২৩ সালে কাশ্মীর থেকে গ্রেফতার হয়েছেন। গত বছর বাংলাদেশ ও ভারতের তুলনায় আফগানিস্তানে কম সাংবাদিক মাত্র দুজন কারাবন্দি হয়েছেন।

২০২৪ সালে গ্রেফতার হওয়া সাংবাদিকদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এ ছাড়া ৫৪ জন সাংবাদিককে ১০ বছরের বেশি ও ৫৫ জনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিপিজের প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিবেদকরাই সবচেয়ে বেশি আটক হয়েছেন। ৩৫ সাংবাদিক আটক করে তালিকায় তৃতীয় স্থানে মিয়ানমার, ৩১ জনকে আটক করে চতুর্থ স্থানে বেলারুশ ও ৩০ সাংবাদিকে কারাগারে নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া।

ঊষার আলো-এসএ