UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লিবিয়ার পুলিশপ্রধান ইতালিতে গ্রেফতার

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিমকে গ্রেফতার করা হয়েছে।  গত রোববার (১৯ জানুয়ারি) ইতালির তুরিন শহরে তাকে গ্রেফতার করা হয়।  এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করার পর লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশপ্রধানকে গ্রেফতার করা হয়েছে।  তিনি লিবিয়ার রাজধানী ত্রিপোলির মিটিগা আটক কেন্দ্রের পরিচালক ছিলেন।

বিবিসি বলছে, লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটক থাকা সাবেক বন্দিরা ওসামা নাজিমের বিরুদ্ধে নিত্যনৈমিত্তিক নির্যাতন এবং ধর্ষণের মতো অত্যাচারের অভিযোগ করেছেন।  ২০২২ সালে জাতিসংঘ বলেছিল, তারা দেশটিতে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ প্রমাণ উন্মোচিত করেছে।

ইতালীয় সংবাদপত্র লা রিপাব্লিকা জানিয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে ওসামা নাজিমকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে ইতালীয় অভিবাসী উদ্ধারকারী দাতব্য সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস বলেছে, আইসিসির ‘ব্যাপক’ তদন্তের পরে ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া বছরের পর বছর অভিযোগ এবং সাক্ষ্য নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

নাজিমের গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি আইসিসির মুখপাত্র।

নাজিমের মামলাটি বিচার মন্ত্রণালয় এবং রোমের আপিল আদালতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

ঊষার আলো-এসএ