প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছি (৫৫) নামে এক ব্যক্তির চোখ উপড়ে ফেলার চেষ্টা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা ২৫০ শয্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় দিঘলিয়া চন্দ্রনী মহল এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা ২৫০ শয্য জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ০৪নং সেনহাটি ইউনিয়নের চন্দনিমহল কাটাবন গুচ্ছগ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কাঁটাবন বটতলা এলাকায় স্থানীয় চাঁদাবাজ মন্টুগাছি, ও সরফরাজ হোসেন খুলনা দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। এর জের ধরে আজ বৃহন্পিতবার সকাল সাড়ে ৭টায় চন্দনীমহল কাঁটাবনের নারদের দোকানের সামনে গেলাম শেখের পুত্র নুরুদ্দিন(৩৫), সরফরাজ(৪৫), বাবর আলী(৫০) একত্রে মিলে প্রতিপক্ষ মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টুগাছিকে মারপিট করে দুই চোখ উপরে ফেলার জন্য জখম করে। তার চিৎকারে লোকজন এসে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে এলাকায থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খোজ নিয়ে আরও জানা যায়, মন্টু গাছি ও সরফরাজ উভয় পূর্বে আওয়ামী লীগের রাজনৈতিক সাথে জড়িত থাকলেও বর্তমান বিএনপি’র রাজনীতি সাথে জড়িত জানা যায়।