খুলনায় আন্ত: জেলা ডাকাল দলের লিডারসহ দুই জনকে আটক করেছে কেএমপি পুলিশ। আটকৃতরা হলোঃ মো: মিজানুর রহমান ওরফে মিজান শেখ ওরফে সুমন (৩৫) এবং ইয়াদ আলী (৩২)। এ সময়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা দুইজনই বাগেরহাট জেলা রামপাল থানাধীন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সোনাডাঙ্গা মডেল থানায় দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে খুলনা উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু বলেন, বুধবার ( ২২ জানুয়ারি) রাত ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি পিকাপে ৬/৭ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দশ্যেে মহানগরীতে প্রবশে করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা ময়ূর ব্রীজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে। এসময় সন্দেহভাজন পিকাপটি পুলিশ আটক করতে চাইলে চালক দ্রুত গতিতে জয়বাংলা মোড়-জিরোপয়েন্ট হয়ে রূপসা ব্রীজের দিকে পালাতে থাকে। পুলিশ পিছু ধাওয়া করলে একর্পযায়ে পকিআপটি রূপসা ব্রীজের টােল প্লাজায় বেরিকেড ভেঙ্গে রূপসা থানাধীন কুদির বটতলা পৌঁছালে স্থানীয় জনগণরে সহায়তায় ডাকাতদলের ২ জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি রামদা, ১টি কাটার, ১টি লোহার পাইপ, ২টি রডসহ পকিআপটি জব্দ করা হয়।
মনিরুজ্জামান মিঠু আরও জানান, পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত মিজান ও ইয়াদ আলীর নামে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
ঊআ/বিএস