UsharAlo logo
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের সাফল্য কামনা

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ২৫ জানুয়ারি একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং বাংলাদেশের সরকারের পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মূল বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশের সরকার, সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক অঙ্গনের সদস্যগণ এই উদ্‌যাপনে অংশগ্রহণ করেন। হাই কমিশনার তাঁর বক্তব্যে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা ব্যক্ত করেন। “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি”, তিনি উল্লেখ করেন।

ঊষার আলো-এসএ