খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীতে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তিন জনকে আটক করেছেন। পুলিশ জানায়, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১০ ফেব্রুয়ারি তারিখ রাতে ইসলামিয়া কলেজের সামনে থেকে ১) মেহেদী হাসান (৩৯) এবং মামুন হাওলাদার (২৮) কে নামে দুই যুবককে ১১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া খুলনা সদর থানা পুলিশ ১০ ফেব্রুয়ারি বিকালে ৪নং ফুডঘাট এলাকা থেকে সুমন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঊআ-বিএস