খুলনায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। মাদক বিক্রেতার নাম আছমা খাতুন (২২)। কেএমপি পুলিশ জানায়, আজ বুধবার সকালে পথেরবাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি যশোর জেলা বেনাপোল থানাধীন ভবার বের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো: আদম আলীর মেয়ে।
ঊআ-বিএস