UsharAlo logo
রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অভয়নগর উপজেলা আ’লীগ নেতা গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম “অপারেশন ডেভিল হান্ট অভিযানে” বুধবার (১৩ ফেব্রুয়ারী)  রাত সোয়া ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ি, ইজি ফ্যাশন নামক দোকানের সামনে থেকে শেখ ফরিদ হোসেন (২৯) নামে একজনকে আটক করা হয়েছে৷ সে যশোর জেলা অভয়নগর থানাধীন সীংগারি গ্রামের বাসিন্দা মৃত শেখ মিজানুর রহমানের পুত্র।
কেএমপি ডিবি পুলিশ জানায়, শেখ ফরিদ হোসেন অভয়নগর থানার মামলা নং-০৭, তাং-১০/১২/২০২৪ খ্রি: ধারা-১৪৩/৪৩৫/৩৪১/৩০৭/২৭/১১৪, পেনাল কোড ১৮৬০ এর এজাহারনামীয় আসামী। এছাড়া সে যশোর জেলার অভয়নগর উপজেলার আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী ছিলেন । অভিযোগ রয়েছে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার মদদপুস্ট সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। আসামি শেখ ফরিদ হোসেন খুলনা মহানগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের একত্রিত করে ধ্বংসাত্মক কার্যক্রম করার ষড়যন্ত্র করছিল এবং সরকার বিরোধী ও উসকানিমূলক কার্যকলাপের সাথে যুক্ত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঊআ-বিএস