খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে। গত ২৪ ঘন্টায় খুলনায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কেএমপির এডিসি (মিডিয়া) মোহা: আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
কেএমপির সুত্রে জানা গেছে,
খুলনা মহানগরী এলাকায় ১২ ফেব্রুয়ারি অভিযানে ১) জাহিদুল ইসলাম ও জাহিদ (৩৪), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মাত্তমডাঙ্গা, থানা-খানজাহান আলী, ২) নাছির হাওলাদার (৫৩), পিতা-মোঃ মজিকবর হাওলাদার, সাং-বুড়িরডাঙ্গা, থানা-মোংলা, জেলা-বাগেরহাট এ/পি সাং-সোনাডাঙ্গা আবাসিক ১ম ফেইজ, থানা-সোনাডাঙ্গা মডেল, ৩) মাসুম রহমান শেখ, পিতা-মৃত: মৌদুদুর রহমান, সাং-বয়রা বকুলতলা, থানা-খুলনা সদর, ৪) মুস্তাকিম বিল্লাহ (লনি) (৩৮), পিতা-মোঃ জাহাঙ্গীর কবির, সাং-শের ই বাংলা রোড, থানা-খুলনা সদর, ৫) মোঃ নাসির শেখ (৫০), পিতা-মৃত: আবু তালহা, সাং-শের এ বাংলা রোড, থানা-খুলনা সদর, ৬) মেঃ নাছির হাওলাদার (৫৩), পিতা-মোঃ মজিকবর হাওলাদার, সাং-বুড়িরডাঙ্গা দীপরাজ বাজার, থানা-মোংলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-সোনাডাঙ্গা আবাসিক ১ম ফেইজ, থানা-সোনাডাঙ্গা মডেল, ৭) রাকিবুল ইসলাম অনিক (১৯), পিতা-মৃত: আনিছ হাওলাদার, সাং-জিন্নাপাড়া মেইন রোড, থানা-লবণচরা, ৮) মোঃ আব্দুল্লাহ শেখ (১৯), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-আন্দিরঘাট, থানা-সোনাডাঙ্গা মডেল, ৯) মোঃ হৃদয় খাঁন (১৯), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-ভাঙ্গাপোল, থানা-সোনাডাঙ্গা মডেল, ১০) মোঃ হেমায়েত ফরাজী (৫২), পিতা-মৃত: সোবাহান ফরাজী, সাং-চরা হাসনাবাদ, খানা-লবণচরা, জেলা-খুলনা, ১১) মোঃ শহিদুল ইসলাম শাহীন (৩৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-নিউজ প্রিন্ট গেট, থানা-খালিশপুর, ১২) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৩৪), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মাওমডাঙ্গা, থানা-খানজাহান আলী এবং ১৩) মেঃ সরোয়ার হোসেন (৪৭), পিতা-মোঃ সামছুর রহমান, সাং-সোনাডাঙ্গা ১ম আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঊআ-বিএস