UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৩ হাজার পিস ইয়াবাসহ তরুণী আটক

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এক তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই তরুণীর কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলো মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তরুণীর নাম মরিয়ম বেগম। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার সাকারিয়া গ্রামের মো. সেলিম সিকদারের মেয়ে। বর্তমানে নারায়ণগঞ্জের নন্দলালপুর গ্রামে বসবাস করেন মরিয়ম।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, ‘রাতে থানা পুলিশ টহল দিচ্ছিল। ডাকবাংলো মোড়ে তরুণীকে দেখে সন্দেহ হয় পুলিশের। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়।’

আটককৃত তরুণীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ঊষার আলো-এসএ