UsharAlo logo
শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশায় একই জায়গায় ৫ যানের দুর্ঘটনা, আহত ২০

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া সড়কের একই স্থানে দুর্ঘটনার শিকার হয়েছে পাঁচটি যান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে ছিল একটি পিকআপ। দাঁড়িয়ে থাকা যানটিতে ধাক্কা দেয় আরেকটি কার্ভাডভ্যান, যার মাধ্যমে দুর্ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় একই লেনে পেছন দিক থেকে আসা দুটি বাসসহ অপর আরেকটি যান পরপর পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় দুটি বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত ঘন কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

ঊষার আলো-এসএ