UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, আটক ২

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেজর নাঈম আহমেদ বলেন, ‘ঝিনাইদহে তিনজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করেছে র‌্যাবের আভিযানিক দল। আটককৃতদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন- আবু সাঈদ (৩৯) ও আনারুল ইসলাম ওরফে রাজ (৩৬)। 

এর আগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ৩ জনকে গুলি করে হত্যা করা হয়।

ঊষার আলো-এসএ