UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

এজেন্ডা বাড়ালে বেকায়দায় পড়বে অর্ন্তবর্তী সরকার

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

এজেন্ডা বাড়ালে অর্ন্তবর্তী সরকার বেকায়দায় পড়বে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি বলেছেন, ‘এ সরকারের অন্যতম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া। এর বাহিরে এজেন্ডা বাড়ালে কিন্তু আপনারাও (অন্তর্বর্তী সরকার) বেকায়দায় পড়বেন। তখন আপনাদেরকে উদ্ধার করার জন্য ভারত এগিয়ে আসবে না। জনগণও আপনাদের কোলে তুলবে না। ’

মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ২-৩ বার বৈঠক হয়েছে। সেখানে আমরা বলেছি এজেন্ডা কমানোর জন্য। এতো আলোচ্য কার্যসূচি নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারে না। এটার নামই হচ্ছে অন্তর্ববর্তী সরকার। ক্ষণস্থায়ী একটি গভর্মেন্ট। ’

তিনি আরও বলেন, ‘শুধু ইসি পুনর্গঠন করলে হবে না। বিগত দিনের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে সে সকল জায়গায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে।  নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে জননন্দিত কাজ।  কমিশন গঠন করে এজেন্ডা যত বড় করবেন ততই আপনারা বিপদে পড়বেন।  কারণ বাংলাদেশের জনগণ পেটে ভাতে যদি সুখে না থাকে তাহলে আপনিও (অন্তর্বর্তী সরকার) সুখে থাকতে পারবেন না। ’

ঊষার আলো-এসএ