UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবক গুরুতর আহত

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ফুলতলা উপজেলায় সোলায়মান (৪২)নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জামিয়া আসমোতিয়া স্কুল এ- কলেজর সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জুয়েল জামিরা ইউনিয়নের বাসিন্দা শাহজাহান এর পুত্র।


ফুলতলার অফিসার্স ইনচার্জ ( ওসি) মো: মনিরুজ্জামান গুলির ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গুলির খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
স্থানীয় বাসিন্দাদের সূত্র মতে, রাত ৯টার দিকে সোলায়মান ৫-৭ জন লোকের সাথে কথা বলছিলো। এর কিছুক্ষনের পর কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাঝায় লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, সম্ভবত শর্টগান দিয়ে গুলি ছোড়া হয়েছে। শরীরের একাধিক স্থানে গুলির ক্ষত রয়েছে।

ঊআ-বিএস