খুলনা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) এর সার্টিফাইড এবং চার্টার্ড সংগঠন ‘এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, কেইউ’। আজ ০২ মার্চ (রবিবার) দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সম্প্রতি অনুমোদন পাওয়া এ সংগঠনের সদস্যবৃন্দ।
সাক্ষাতকালে তারা উপাচার্যকে অবহিত করে বলেন, এটিই সম্ভবত প্রথম কোনো ইন্টারন্যাশনাল অরগানাইজেশন, যার খুলনা বিশ্ববিদ্যালয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞান এবং রসায়নের প্রসারে কাজ করা এ সংগঠনটিতে কেমিক্যাল সায়েন্স এর শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে। এ সংগঠনটি বৈশ্বিক র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুদৃঢ় অবস্থান সৃষ্টি, ইন্টারন্যাশনাল এক্সপোজার ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধি, প্রফেশনাল ডেভেলপমেন্ট, রিসার্চ এন্ড পাবলিকেশন এক্সেস, ইনোভেশন এন্ড লিডারশিপ তৈরি এবং ফান্ডিং এন্ড স্কলারশিপের সুযোগ সৃষ্টিতে কাজ করবে। ইতোমধ্যে এসিএস থেকে স্টার্টআপ ফান্ডিংও পাওয়া গেছে।
এ সময় উপাচার্য এ সংগঠনকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে এগিয়ে রাখতে গবেষণা এবং এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে জড়িত রাখার কোনো বিকল্প নেই। এসিএস এর মতো বিশ্বখ্যাত সংগঠনে কাজের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত শিক্ষা, জ্ঞান, গবেষণা এবং যোগাযোগ দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে। একই সাথে তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুচারুভাবে উপস্থাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একসাথে কাজ করতে খুলনা বিশ্ববিদ্যালয় ও এসিএস এর সাথে কোলাবরেশনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টারের মাধ্যমে বিভিন্ন কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম আয়োজন করে খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের রসায়ন শাস্ত্র এবং এর প্রয়োগের ব্যাপারে আগ্রহী করে তুলতে উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান।
সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, কেইউ’র ফ্যাকাল্টি এডভাইজার ড. মোঃ খায়রুল আমিন, প্রেসিডেন্ট তপন কুমার কুন্ডু, ভাইস-প্রেসিডেন্ট আব্দুুল্লাহ আল নোমান, সেক্রেটারি আবির হোসেন, ট্রেজারার মোঃ ওয়াসিক আহমেদ রাফিদ, মেম্বার মোঃ শরিফুল ইসলাম ও মোহাম্মদ সিয়াদ খান উপস্থিত ছিলেন।
ঊআ-বিএস