বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ২০২৪ সালে সাড়ে ৫ হাজার কোটি টাকা অবদান রেখেছে জনপ্রিয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত ‘উবারস ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্ট ইন বাংলাদেশ-২০২৪’ অনুযায়ী, উবার মটো ও অটো সার্ভিস একাই ৯২০ কোটি টাকা যোগ করেছে। সম্প্রতি উবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
নিরাপত্তার ক্ষেত্রে উবার যাত্রীদের আস্থার জায়গা তৈরি করেছে। ৯৫ শতাংশ নারী যাত্রী উবারকে নিরাপদ মনে করেন এবং ৮৯ শতাংশ যাত্রী রাতে বাড়ি ফেরার জন্য এটিকে সবচেয়ে নিরাপদ মাধ্যম বলেছেন।
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন উবারের কার্যক্রম মনিটরিংয়ের প্রয়োজনীয়তার কথা বলেন, অন্যদিকে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল সেবার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান। উবারের এ গবেষণা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং নগর পরিবহণ ব্যবস্থায় রাইডশেয়ারিং সার্ভিসের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরেছে, যা ভবিষ্যতে আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রাখে।
ঊষার আলো-এসএ