খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসত বাড়ি থেকে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করে পুলিশ।
কয়রা থানার অফিসার্স ইনচার্জ জি এম এমদাদুল হক বলেন, ৮ কেজির হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) ও অসিত কুমার সানার পুএ দেবদাস সানা (২০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমাদী পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে।
ঊআ-বিএস