খুলনার ডুমুরিয়া ভদ্রানদী থেকে জিয়াউল (৩৮) নামে এক মাছ ব্যবাসয়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত জিয়াউল ডুমুরিয়া উপজেলা চেচুড়ি এলাকার বাসিন্দা খবির মোড়লের পুত্র।
ডুমুুরিয়া থানা ওসি ( তদন্ত) মো: আক্তাতারুজ্জামান লিটন বলেন, স্থাণীয় বাসিন্দারা সকাল ১০ টার দিকে ভদ্রানদীতে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত জিয়াউল এর মাথায় আঘাতে চিহৃ পাওয়া গেছে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি বলেন, তাকে কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় বলে ধারনা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
ঊআ-বিএস