খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাকিব মাহমুদ বন্ধন (২৯)৷ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বুত্তরা। সে রূপসা উপজেলা নতুনহাট সামন্ত সেনা এলাকার বাসিন্দা বাকির হোসেনের পুত্র। শুক্রবার রাত ১০টার দিকে এঘটনা ঘটে।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগের সুত্র জানা যায়, সাকিব মাহমুদ বন্ধনকে পূর্ব শত্রুতা জের ধরে জনি ও পনি দুই ভাই মিলে তাকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে দুই পায়ে হাঁটুর নিচে এবং বাম হাতের কবজিসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের বাড়ির আত্মীয়-স্বজন তাকে গুরুতর অবস্থায় রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে সার্জারি (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন । বর্তমানে তিনি গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসাধীন আছে।
ঊআ-বিএস