UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা রহিম জোয়ার্দারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঊষার আলো
মে ২০, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দারের (৮১) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) তেবাড়িয়া-খয়েরচারা কবরস্থানে তাকে দাফন করা হয়। দুপুরে স্পোর্টিং ক্লাব মাঠে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়।
দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় কুমারখালী নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এটিএম আবুল মুনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দারের জানাযায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান ও সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন প্রমূখ অংশগ্রহণ করেন।
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২০ মে) সকালে কুমারখালী পৌরসভার ২নং ওয়ার্ডের এলংগী পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি স্বাধীনতার পরে ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী কুমারখালী পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

(ঊষার আলো-এমএনএস)