UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা হাফিজুর রহমান মনির বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। মিস পিটিশন নং-২৫/২৫

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারী অভিযোগটি দায়ের করেছেন করেছেন তার সৎ ভাইয়ের স্ত্রী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক অভিযোগটি তদন্তপূর্বক আগামী ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছেন।

দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে হাজী ইসমাইল লিংক রোডস্থ বাদীর স্বামীর বাসার শয়ন কক্ষে বাদী গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আগে থেকে দরজার আড়ালে ঘাপটি মেরে থাকা তার ভাসুর বিএনপি নেতা মনি তাকে জাপটে ধরে খাটের উপর ফেলে দেয় এবং তার বুকের উপর উঠে শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করেন। তাকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। ধ্বস্তাধস্তির একপর্যায়ে বাদী নিজেকে বাঁচাতে মনিকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মনি বাদীর শরীরের বিভিন্ন স্থানে ও  গোপনাঙ্গে সজোরে আঘাত করে। ফলে বাদী শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে থেতলে ফোলা জখম হয়। এসময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে বাদীর স্বামী ও দুই সন্তানকে মেরে ফেলার হুমকী দিয়ে অভিযু্ক্ত মনি দৌড়ে পালিয়ে যায়। এরপর বাদীকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগটি তদন্ত করছেন পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক মোঃ ইকরাম হোসেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বাদীর অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।